গতকাল জুম্মার নামাজের সময় মসজিদের ইমাম বললেন আসুন আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করি আর ইজরায়েলিদের জন্য বলি “হে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিন।
ইমামের এই সুন্দর কথাই বলে দেয় ইসলাম শান্তির ধর্ম। যে নিজের ধর্মকে হৃদয়ে ধারণ করেছে, সে কখনো অন্যের ধর্মকে ছোট করে দেখে না, অন্য ধর্মের মানুষদের প্রতি সম্মান রেখে কথা বলে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছেন “যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।
ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে মানুষকে মেরে তারা হাসিল করে নিচ্ছে নিজের স্বার্থ। যারা মানুষ, তারা মানুষের মঙ্গল কামনা করে। মানুষের ক্ষতি করে ধর্ম হয় না, ধর্ম হচ্ছে একটি চরিত্রের নাম।