কবি কবিতাকে না পেয়ে
একদিন তার আবেগ দিয়ে,
ছন্দে ছন্দে তার মনের কথা লিখে।
“জীবন হচ্ছে বাঁশের বাঁশরি
বাজতে বাজতে সুর হারিয়ে যাবি,
কোথায় থাকবি? কে নিবে খোঁজ?
কবি যেদিন হবে নিখোঁজ।”
হঠাৎ একদিন কবিতা ফিরে এসে
কবিকে খুঁজে,
ততদিনে কবি ফিরে গেছে
বাঁশের বাঁশরি হয়ে,
আসেনি আর হায় ধুলির ধরায়।
কবিকে পেতে, তাকে দেখতে
কবিতা এতদিন পর কবির ছবি আঁকে,
আর কবি দূর হতে
কবি অচিন দেশ হতে,
কবিতাকে ভালো থাকতে বলে।
ছন্দে ছন্দে কবি লিখে গেছে
যে কবিতা আর গান
তার মাঝেই পাবে কবির দেহখান,
ভুলে যেও তার কথা
মনে রেখো না কেউ
কবি ছিলো, কবি আছে
নিয়ে সাগর সমান অবহেলার ঢেউ।