চোখের জলে খুঁজিগো তোমার মুখ
ওগো আমার কবিতা
তুমি থেকো ভালো, থেকো ভালো
কবিকে দিয়েছো ব্যথা।
পরিয়েছো তুমি অন্যের গলে
তোমার গাঁথা মালা,
অন্যের বুকে রেখে মাথা খুঁজেছো সুখ
দিয়েছো আমায় জ্বালা।
আমি তো প্রেমের কাঙাল
পথের কবি, পথেই ঘরবাড়ি
তাই তো হতে পারিনাই
তোমার মনের ছবি।
আছে আজ তোমার বাড়ি গাড়ি
আছে স্মার্ট বর,
আমি তো পাগল প্রেমের কাঙাল
তাই হয়েছি তোমার পর।