আমি নই কারো আপন। পথে থাকা মানুষ
পথের মাঝে ঠিকানা বানালাম।
জন্ম আর মরণের মাঝে যতটুকু ছিলাম,
তা আপনাদেরকে দিয়ে গেলাম।
এইযে আপনাদের মাঝে যে কবিতা রেখে গেছি
তা আপনাদের সম্পদ।
আমার সম্পদ বলতে-
আপনাদের মাঝে যতদিন ছিলাম,
জন্ম আর মরণের মাঝে যতটুকু দিয়ে গেলাম।