কবি, বড় কবি হওয়ার জন্য ছুটে।
শিল্পী, বড় শিল্পী হওয়ার জন্য ছুটে।
ডাক্তার, বড় ডাক্তার হওয়ার জন্য ছুটে।
নেতা, বড় নেতা হওয়ার জন্য ছুটে।
ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছুটে।
যে যা, সে তার চেয়েও বড় হওয়ার জন্য ছুটে।
সবাই ছুটে 'যে যা হয় হতে পারে হতে চায় হয় বা হয় না,
কিন্তু ছুটতে থাকে।
ছুটে যে যা হবার তা-ই হওয়ার চেষ্টা করে।
আচ্ছা, মানুষ কি মানুষ হওয়ার জন্য ছুটে?
আচ্ছা, সব শেষে মানুষ কি হয়?
আমার মন বলল, সব শেষে মানুষ মাটির বন্ধু হয়!
এটাই কি সত্যি? তাহলে এতো ছুটাছুটি ক্যান!