বুঝবে একদিন তুমি বুঝবে
খুঁজবে একদিন তুমি খুঁজবে
কাঁদবে একদিন তুমি কাঁদবে
পিতা মাতা হারিয়ে গেলে।
যাদের পিতা মাতা আছে বেঁচে
করো তারা পিতা মাতার সেবা।
বুঝবে তুমি একদিন
পিতা মাতার মর্ম হারিয়ে গেলে।
মায়ের আঁচলে মুঁছেছি চোখের পানি
আদর করে বাবা বুকে টেনে নিয়ে
দুঃখ ঘুচে দিয়ে
বলেছে আমার খোকা মণি,
কাঁদবে তুমি একদিন কাঁদবে
পিতা মাতা হারিয়ে গেলে।
জানিয়া রাখো নদীর ঢেউ
সাগর ছাড়া নদীর নাই আপন কেউ।
পিতা মাতার মনে আঘাত দিও না কেউ
পাবে না খোদার দয়া, খোদার দেখা।
যদি পিতা মাতা থাকে বেঁচে
তাদের সেবা করিও আগে।
ভাববে তুমি একদিন ভাববে
পিতা মাতার কথা,
পিতা মাতার চেয়ে নাই কেউ আপন
দিও না কেউ পিতা মাতার মনে ব্যাথা।
মা- বাবার দোয়া আর খোদার দয়া,
এই দুইটা ছাড়া কখনো
কোন মানুষের জীবন আনন্দময় হয় না।