একদিন মির্জা গালিবকে জিজ্ঞেস করলাম, দুঃখের মাঝে থেকেও কিভাবে জীবন উপভোগ করা যায়?
সে বলল: অধম সুখ বিসর্জন দাও, আর দুঃখকে আত্মার আত্মীয় বানাও।
একদিন কাজী নজরুল ইসলামকে জিজ্ঞেস করলাম, কিভাবে প্রেমিক হওয়া যায়?
সে বলল: অধম স্বার্থ বিহীন প্রেমিক হও, ভালোবাসো। আর বিরহকে প্রেমিকা বানাও।
একদিন আল্লামা ইকবালকে জিজ্ঞেস করলাম, আমি কি খোদা পেতে পারি?
সে বলল: অধম দুনিয়ার মায়া ত্যাগ করো, কামকে প্রেমে রূপান্তরিত করো।
একদিন অধম আপন মাঝে প্রেমিক হয়ে গেলাম, দেখি প্রেমিকা রূপে এক উজ্জ্বল রূপ!
আমি আরও দেখি অবিকল সে আমারই মতো, কিন্তু আমি মাটির আর সে নুরের।