পৃথিবীতে এসে পড়েছি
এখন তো যেতে হবেই,
যাই—
তোমাকে ভালোবেসে এরপর।
ভালোবাসাও একদিন কমে যায়
থেকে যায় বন্ধুত্ব,
হৃদয়টুকু তোমাকে দিলাম
যত্নে রেখে দিও,
আমি যেদিন থাকবো না
আমাদের বন্ধুত্বকে মনে করিও।
তুমি মনে করিও
তোমার পছন্দের ফুল,
তুমি মনে করিও
তোমার পছন্দের গান,
তুমি মনে করিও আমাকে।
হঠাৎ তোমার স্মরণে
আমার নয়নে বারি ঝরে,
মরণে আমি যতটা ব্যথিত নই
তোমার স্মরণে আমি ব্যথিত হই,
যখন ভাবনায় ডুবি
কে আর আছে আমার মতো করে—
তোমাকে ভালোবাসবে।
তোমার জন্ম দিবসে
তোমার মঙ্গল কামনা করি বন্ধু,
আমার ইশ্বর তোমার সহায় হোক
উত্তম জীবন দান করুক তোমায়,
আমি হারিয়ে গেলে—
তোমার প্রার্থনায় রেখো,
দূর আকাশের তারা আমি
নাহয় ভুল কেউ!