বঁধু যাচ্ছে রেঁধে
পুরুষ খাচ্ছে চেটেপুটে,
নিত্য দিন পুরাতন কাজ
এরই নাম মায়ার সংসার।
মরছে দেখো কত
হচ্ছে জন্ম শত, হচ্ছে বড়
কোটিতে দু একজনে হচ্ছে মানুষ
বুঝছে জীবনের মর্ম।
এরাই আসছে এরাই যাচ্ছে
বাঁধছে মায়ার সংসার,
নিত্য দিন করছে তারা
পুরাতন সেই কাজ।