এই শহরের ধূলিবালির প্রতি মানুষের যতটা ভয়,
ততটা কদর একজন প্রেমিকের নেই প্রেমিকার কাছে
নেই একজন প্রেমিকার কদর প্রেমিকের কাছে।
এই শহরের রাস্তার একপাশে বিক্রি হচ্ছে ফুল
আরেকপাশে বিক্রি হচ্ছে বই,
অথচ ফুল আর বই যদি একসঙ্গে সংগ্রহ করতো
বেঁচে যেতো দুইটি জীবন।
কি এক আজব শহর তোমাদের,
বাসের হেলপার বলছে উস্তাদ বামে প্লাস্টিক
আবার প্রাইভেটকারের চালক বলছে
রিকশা চালককে ওই শালার বেটা বামে চাপ।
কি এক আজব শহর তোমাদের,
এ দিচ্ছে ওকে গালি ও দিচ্ছে একে গালি
ব্যস্ত সবাই নিজেকে বাঁচাতে।
তোমার পকেটে যদি টাকা না থাকে
কেউ জিজ্ঞেসও করবে না তুমি কি ক্ষুধার্ত?
আর যদি তোমার পকেটে টাকা থাকে
তুমি যেকোনো চায়ের দোকানে বসে আরাম আয়েশে
সিগারেট, চা, কিংবা কোকো-কোলা খেতে পারবে
চাইলে যেকোনো রেস্টুরেন্টে বসে খেতে পারবে কাচ্চি।
একটি ফ্যান বাতাস দিয়ে মানুষের গায়ে এনে দেয় স্বস্তি
একটি ছাতা মাথার উপরে থেকে বাঁচায় রোদ্দু থেকে
একটি একটি করে পৃথিবীতে কত একটি
মানুষের পাশে তারা মানুষের উপকারে আছে,
অথচ মানুষ একটি মানুষের পাশে নেই!
কি আজব শহর তোমাদের,
আমি এই আজব শহর থেকে মুক্তি চাই
হারিয়ে যেতে চাই, আমাকে মুক্তি দাও হে শহর।