কে এমন দরদি আছে
অধম জেনে ভালোবাসে
সবাই দেখি স্বার্থ খুঁজে
স্বার্থের লেনদেন পাগলও বুঝে!
অধম অর্থ সে অসহায়
জঘন্য নগন্য মানব ধরায়
সবাই টাকা কড়ি চায়
অধমকে কে ভালোবাসে!