ডাকপিয়ন ভাই ডাকপিয়ন ভাই
আমার একটা চিঠি লাগবো,
যে চিঠিতে লেখা থাকবে
আমি শুধু তার থাকবো।

কত-শত হাজার চিঠির
ডাকপিয়ন ভাই সাক্ষী তুমি,
কখনো কি পেয়েছো
কারো কাছ থেকে চিঠি?

ডাকপিয়ন ভাই ডাকপিয়ন ভাই
“আমি কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে'রে।”
লিখেছিলে ক্যান তুমি তবে?

তুমিও কি আমার মতো
চিঠির কাঙাল হয়ে,
ঘুরে বেড়াও ডাকপিয়ন ভাই
ধুলোমাখা পথে।

হয়নি দেখা আজও তারে
জানি না তার দেশ,
অথচ আমি ঘুরেছি কত
গ্রাম শহর বিদেশ!

চিঠির কাঙাল হয়ে
ঘুরে আমার বুক,
পাইনি ক্যান চিঠি
পাইনি ক্যান সুখ।

ডাকপিয়ন ভাই ডাকপিয়ন ভাই
আমার একটু সময় লাগবো,
দুঃখমাখা, বেদনায় আঁকা
টুকরো হওয়া একটা চিঠি লিখবো।

তুমিও কি আমার মতো
পথে পথে ঘুরো,
দুঃখ পেলে ডাকপিয়ন ভাই
আমার মতোই উড়ো?

ডাকপিয়ন ভাই ডাকপিয়ন ভাই
ঠিকানা বিহীন ঠিকানায় কি—
পাঠানো যায় চিঠি?
হয়নি দেখা আজও যারে
পাই কেমনে আমি তারে!

ডাকপিয়ন ভাই তোমার যদি
হয় কখনো তার সাথে দেখা,
বলো তারে মনখারাপ হলে
লিখতে চিঠি তার হাতের লেখা
তার দুঃখ-সুখের কথা।

কত-শত হাজার চিঠির
ডাকপিয়ন ভাই সাক্ষী তুমি,
দুঃখ নিও না তাই বলি
নিয়ে যাও দুখীর চিঠি।

এই চিঠিতেই লেখা আছে কত
পাওয়া না পাওয়ার স্বরলিপি,
দুঃখমাখা, বেদনায় আঁকা
টুকরো হওয়া একটা চিঠি।