মায়ের হাতে বিষও মধু লাগে
খেতে চাই, দুঃখ নাই—
মাগো তোর হাতে বিষ খেতে চাই
তোর আঁচল তলে মরতে চাই।
মাকে দুঃখ দিয়ে, বেহেশত চাইলে
দোজখও পাইবা না—
তুমি যে নিকৃষ্ট দোজখও ঘৃণা করে
তোমার চেয়ে দোজখও অনেক শ্রেষ্ঠ।
মায়ের হাতে মধুমাখা বিষ খেয়ে
আমি অধম মরতে চাই।
উজ্জল হাসিমাখা মাকে,
কিভাবে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো!
তোমাদের বুক কাঁপে না
মায়া লাগে না মায়ের জন্য?
যার জন্য দেখলা আলোর পৃথিবী
সে মাকে ছাড়া পৃথিবী অন্ধকার লাগে না?