যাহার নয়নের আয়না খুলিয়াছে জ্ঞানে
সে দেখিয়াছে আপনার রূপ ধ্যানে।
আয়নার সামনে দাঁড়িয়ে দেখিয়াছে
তাহার আসল রূপ,
হইয়াছে দেখিয়া বেহুশ!
বলিয়াছে, এতদিন তবে ছিলাম আমি
এই রূপে
নহে নহে, কী দেখিয়াছি হে সখী
আপনাতে!
যাহার নয়নের আয়না খুলিয়াছে জ্ঞানে
সে দেখিয়াছে আপনার রূপ ধ্যানে।