তোমাকে আমি কত যে প্রিয় বেসেছি ভালো
আজ তুমি কোথায় আমি কোথায়
তোমার এই কি শপথ ছিলো?
আমার হৃদয় নেই ভালো,
তোমারি হাতে রেখে হাত
করিয়ে ছিলে শপথ, সেদিন ছিলো প্রভাত।
তুমি বলে ছিলে ভালো বাসাতে
ছাড়বে না হাত শত আঘাতে,
আজ সে শপথ ভেঙে শপথ
কোথায় চলে গেছো?