জানি জানি জানি
বুকের কথা মুখে আমি বলতে নাহি পারি
ওরে কার ঘরেতে কে ঘুমাইয়া কে হইয়া যায় রাণী
মহাজনের ষোলআনা খাইয়া হই ঋণী
নিজেরে দাবী করি মস্ত বড়ো জ্ঞানী
ওরে জ্ঞানীর মুখে আমি কিছু শুনতে নাহি পারি
চোখ থাকিতে অন্ধ আমি
মুখ থাকিতে বোবা
নিজের সাথে নিজে আমি জিহাদ করি না।
ওরে অন্যেরে মাইরা আমি হইয়া যাই ধনী
নিজরে মারার কথা নিজে মরার কথা
জ্ঞানীরা বারে বারে জন্ম নেয় না
ওরে মরার আগে একবার মইরা অমর হয় তারা
আমি সে মরা নাহি মরি।