দিনের আলো লাগে কালো
রাত লাগে দিন
এইযে কায়া তোমার ছায়া
মোহ মায়ায় ঋণ।
এইযে শহর ঘেরা ধুলো
লাগে ঘোলো
কেমন হলো
তোমার সোনার দেহ।
এইযে চালক
ফেলে পলক
হায় নারীর নোলক
হারিয়ে গেলো।
হায় কৃষক ফলায় ফসল
ন্যায্য দাম নাহি পেলো
এইযে শহর ঘেরা ধুলো
দিনের আলো লাগে কালো।