সারা জনম করলাম আমি
পরের চাকরি
আপন মহাজন আপন মাঝে
হইলাম না তার কর্মচারি
সারা জনম করলাম আমি
পরের চাকরি।
পর মহাজন চোখ রাঙায়
ঘাম ঝরিলে বেতন পাই
আপন মহাজন আমায় বাঁচায়
তার কথা নাহি ভাবি
সারা জনম করলাম আমি
পরের চাকরি।
এখন কালো কেশ পেকে
মরণ আমারে ডাকে
তবু না মন চিনলি মহাজন
নাই আর সময় বাকি
সারা জনম করলাম আমি
পরের চাকরি।