আমি দূর থেকে চাই তোমার মঙ্গল
তুমি ভালো থেকো বেঁধে সংসার জীবন,
আমি হতে চাইনা দুখের কারণ।
আমার অভাবের জীবনে
তোমার সাথে ঘরবাঁধা একধরনের বিলাসিতা
আমি চাইনা এই বিলাসিতা,
তুমি বিলাসিতা নিয়ে অন্য কারো বুকে
থাকো সুখে।
আমি ছুঁতে চাইনা তোমার হাত
দিতে চাইনা চুম্বন,
আমার অভাবের জীবন
আমি দূর থেকেই চাই তোমার মঙ্গল।
যার সব দরকার হয়
কিভাবে আর আমি তার হবো?
আমার তো শুধু তোমাকে দরকার
আর তোমার দরকার সব,
তাই দূর থেকে চাই তোমার মঙ্গল
তুমি ভালো থেকো বেঁধে সংসার জীবন,
আমি হতে চাইনা দুখের কারণ।