কেউ অবহেলা করলে টের পাই,
কেউ ঘৃণা করলে টের পাই,
কেউ আঘাত করলে টের পাই,
কেউ ভালোবাসলে টের পাই,
বুকে দুঃখ আছে, কতটুকু আছে কেউ জানে না।

এবং এবং এবং
অবহেলা, ঘৃণা, আঘাত, ভালোবাসা, দুঃখ
যখন শোনার কেউ নেই তখনই কবিতায় লিখি।
আমি চিৎকার করে কাঁদতে পারি না,
বলতে পারি না, কারণ আমি বাদ্যযন্ত্র না!

কেউ মেসেজ ইগনোর করলে টের পাই,
কারোর কথার ধরন বদলে গেলে টের পাই,
আর টের পাই বলেই দূরে সরে যাই,
কারণ ভালোবাসা ছাড়া আমার বাঁচার পথ নাই,
আর যত্ন না পেলেই আমার মৃত্যু ঘটে।