এই সবুজ শ্যামল দেশে
এই স্বাধীন বাংলাদেশে,
আর না আসুক পনেরো আগষ্ট
আর না আসুক জুলাই।
মুসলিম যাক মসজিদে
হিন্দু যাক মন্দিরে,
খ্রিস্টান যাক গির্জায়
বৌদ্ধ করুক প্রার্থনা।
শান্তি থাকুক, মানুষ বাঁচুক
বৈষম্য নয়, দেশ হোক সবার
বাঙালি যদি না থাকে
পরিচয় কি তোমার আমার?