ওগো সজনী কত রজনী গিয়াছে কাটিয়া
তবুও তুমি আমারি ভাগ্যে হইলে না প্রিয়া,
খোদারও আরশের ধরিয়া পা কইলাম তাহারে
ভালোবাসিয়া বিরহ পাইলাম তুমি কি পাইলা আহারে।
পরের জন্মে প্রেমিক বানাও রাখিও তাহারি ধারে
ভালোবাসা বিনে কি প্রেমিক বাঁচে,
হাসিয়া কইলো খোদা আমারে বাসিও যাও ভালোবাসো যে যাহারে
বিরহ বিনে কি আর প্রেম বাঁচে।
জীবন মরণের খেলা ঘরে ভালোবাসাবাসি
পবিত্র এই রজনীতে তাহারি মঙ্গল চাচ্ছি
রাখিও তাহারে হে দয়াময় দয়ারও নজরে
সুখী যেনো হয়গো সে মুক্তি পায় রোজহাসরে।