তুমি না নিলে খোঁজ
হবো নিখোঁজ
তুমি নিলে খোঁজ
হবো না নিখোঁজ
তুমি নিও খোঁজ
রোজ রোজ।
সকালে দুপুরে রাতে
তুমি নিও খোঁজ টেলিফোনে
দিও ফোন বলো কথা
জমুক প্রেম ঘুচুক ব্যথা
নিও তুমি রোজ
খোঁজ খোঁজ।
আমি একটু আদর পেলে
গলে যাই মোমের মতো
ভুলে যাই কিছুক্ষণ আগেও
পুড়েছিলাম আগুনে
যন্ত্রণা ভুলে যাই
আমার খোঁজ তুমি নিলে।
তুমি নিও খোঁজ
রোজ রোজ
যদি তুমি না নেও খোঁজ
হবো নিখোঁজ
হারানো বিজ্ঞপ্তি দিয়েও
আর পাবে না আমায়।
নিও তুমি রোজ
খোঁজ খোঁজ
তুমিই বলো
হারিয়ে গেলে
কার বেশি দুঃখ
ফুলের নাকি কবির?