চিনি দুধে মিশে গেলে
হয় বন্ধু যেমন
তুই বন্ধু আমার থাক
হই আমি তেমন।
ভাগ করতে গেলে দেখবে
জগতবাসী এক আকারে।
আমার মাঝে তোর ঠিকানা
তোর মাঝে আমি তেমন
চিনি দুধে মিশে গেলে
হয় বন্ধু যেমন।