দুচোখ বন্ধ করো
এবার নিজ ঘরে দেখো
আঁধার ঘরে কে জ্বালায় আলো
তারে খোঁজো।
দিনে আলো রাতে আলো
এগুলো নয়গো ভালো
আপনে জ্বালাও আলো
থাকো ভালো।
যে দেখেছে সে আলো
তুমি মন তারে ধরো।
তার কাছে আছে মতি
অধমে করে ভক্তি
দেখেছি সে আলো
আপনে সে প্রদীপ জ্বালো।