মা আমার অসুস্থ হইয়া ঝরায় চোখে পানি
বাবা আমার পায়ের ব্যথায় কাঁদে দিনরজনী,
ভাগ্নি আমার মাকে ভালো বেসে নানী ডাকে
সবই গেছে সবই আছে কি আর আছে বাকি!
ভাইদের আমরা মানুষ করছে কত কষ্ট কইরা
বড় হইয়া ফোঁটাবে হাসি মুখেতে ওরা,
এখন তারা নিজেরে লইয়া থাকে অনেক ব্যস্ত
পাখনা জাগছে বড় হইছে উড়তে এখন পারে
তাই তো তারা সেইদিনের কথাগুলো ভুইলা গেছে।
মায়ে আমার কষ্ট করছে পিতা আমার কষ্ট করছে,
মায়ে আমায় বড় করছে পিতা আমায় বড় করছে,
লোকের মন্দ কথা শুনিয়া।
মায়ার বাঁধন ভাই আর বোন ছেড়ে একদিন যায় রে মন
হইয়াও মনের মতন, কত্ত আপন
যারে ডাকছো ভাই বলে যারে ডাকছো বোন বলে
খাওয়াইছো নিজের খাওন।
বোন তোমার হইয়া যাইবো পরের বউ
ভাই আনবো ঘরে ভাবী কইরা আদর,
তুমি থাকবা রে মন তোমার মতন, মা বাবা ছাড়া জীবন।
নেবে না নেবে না খবর কেউ তখন
ছেড়ে যায় মায়ার বাঁধন।
মা আমার অসুস্থ হইয়া ঝরায় চোখে পানি
বাবা আমার পায়ের ব্যথায় কাঁদে দিনরজনী,
ভাগ্নি আমার মাকে ভালো বেসে নানী ডাকে
সবই গেছে সবই আছে কি আর আছে বাকি!