জীবন খুবই ছোট হলেও
স্বপ্ন দেখে বিশাল
নদী নয় সমুদ্র চায়
মানুষ বাঁধে ঘরের চাল।
জীবন ক্লান্ত
খুঁজে বেড়ায় সুখ
একটু সুখের নাগাল পেলে
হাসতো পোড়া বুক।