চল সখী দুজনে ফুলেরও বাগানে
গাঁথি প্রেমের মালা
চল সখী দুজনে প্রেমেরও বাগানে
গাঁথি ফুলের মালা।
গাঁথিলে মালা কাটাতে জ্বালা
করিস নে সখী আমারে হেলা
সুখে দুখে সখী দুজনাতে
কাটিয়ে দেবো বেলা
চল সখী দুজনে গাঁথি মালা।
ফুল দিয়ে সখী ভুলেরও হিসাব করিতে নয়
কাটারও আঘাত সহ্য করিয়া
ভুলগুলোরে সখী ক্ষমা করিতে হয়
চল সখী দুজনে একই পরাণে
বাঁধি জীবনও খেলা।