প্রিয় চিঠি দিবস অনেকেই 'প্রিয় ভালোবাসা, জান, কলিজা, ফুল, আকাশ, মেঘ, চাঁদ, বলে তোমাকে চিঠি লিখবে, চাইবে কেউ করুণ সুরে প্রেম, কোনো বালক তোমাতে মিশতে লিখবে তার দুর্দিনের বাক্য! পৃথিবীতে কে চাইবে না তাকে কেউ ভালোবাসুক, যত্ন করুক, তার বন্ধু হোক।

প্রিয় চিঠি দিবস তোমার ঠিকানা আমার অজানা, তাই পাঠিয়ে দিলাম ঠিকানা বিহীন ঠিকানায় চিঠি! যদি তোমার কাছে পৌছে যায় চিঠিখানি, যত্নে পড়ো, শক্ত করে ধরো, বুকে তাকে জড়িয়ে একটু আদর দিও। কোটি বছর হয় এই বুক হাসে না, অথচ মুখের হাসি দেখে সবাই ভাবে পৃথিবীর সবচে সুখী মানুষটা আমি।

"ঠিকানা বিহীন ঠিকানায়
পাঠিয়ে দিলাম চিঠি,
একটু আদরে একটু যত্নে
পড়িও তুমি।
আমার নাহয় দুঃখ ছিলো
তোমার ছিলো কী,
কেনো তুমি চলে গেলে
ওগো দরদী?
ভুলে যদি নয়নে
ঝরে তোমার বারি,
আকাশ পানে হেসে
দুঃখ ঘুচে নিও তুমি।
আমি বৃষ্টির মতো ঝরে পড়ি
পাখির মতো আকাশে উড়ি,
দেখে তোমার সুখের ঘরবাড়ি
সত্যিই কি হয়েছো তুমি রাণী?"

প্রিয় চিঠি দিবস অনেকেই তোমাকে লিখবে চাইবে আর কে, রাণী করে সবাই চায় রাখে আর কে! ভালো তো বাসে অনেকেই যত্ন করে কে, যত্নের অভাবেই ভালোবাসা মরে যায় পৃথিবী তাই কাঁদে! একটু আদর একটু যত্ন দিও তুমি তাকে, যে তার সবটা ছেড়ে তোমাকে পেয়েছে। অসহায়ের আর কিছু নেই দেবার মতো তোমায়, শুভেচ্ছা নিও চিঠি দিবসের।