আল্লা আমায় সবই দিছে
শুধু দেয় নাই তোমারে
তাই তো আমার হাহাকার
হয় দিনে রাতে।
তোমায় না পাওয়ার অসুখে
মরি বন্ধু ধুঁকে ধুঁকে
তাই তো আমার হাহাকার
হয় দিনে রাতে।
সূর্যের কিরণ চাঁদের রং
গোলাপের আছে বেদন
দেখে না কেউ পুড়ে তারা কেমনে
তোমায় না পাওয়ার অসুখে
মরি বন্ধু ধুঁকে ধুঁকে।
যে বৃক্ষটা এই সংসারে
দিয়ে গেলো ছায়া
তার প্রতি কারোর জন্মালো না মায়া
পাতা যায় ঝরে
বিরহের বারি নয়নে
মরি বন্ধু ধুঁকে ধুঁকে।