এক মুঠো ভাতের জন্য বাবা করে কষ্ট মা করে কষ্ট
জমিদারি ভাব দেখিয়ে ‘মন সময় কেনো করো নষ্ট।
কর্মই ধর্মের মূল সকলে বলে
বেকার না থেকে সংসারের দায়িত্ব নেও কাঁধে।
কর্মতে নেই কোনো ছোট আর বড়
সরকারি চাকরির আশায় সময় কেনো করো নষ্ট।
তুমি যে কর্মই করো
যদি তা থাকে সৎ,
তুমি হবে শ্রেষ্ঠ কর্মের পরিচয়ে
নামে আর পদবিতে পরিচয় নাহি হয় ভবে।