প্রেম পিরিতি যে বুঝে না
তার সাথে পিরিত কইরো না
পিরিত মানে হইলো বন্ধু
জানা শোনা
সে তোমারে জানিবে
তুমি বন্ধু তার চিনিবে
সুখে দুখে রবে বন্ধু একে
এক যদি গো দুই হইয়া যায়
দুইতে বিচ্ছেদ ঘটায়
সোনা তখন হইয়া যায় লোহা
পিরিতকে সোনা করিতে
থাকিতে হয় এক সাথে
জানিতে হয় একে অপরের মনে কথা
একে অপরের চোখে তাকাবে
রূপের সাধন তুমি করবে
হাজার আঘাতে তারই নাম জপবে
এমন পিরিত কইরো ভবে
মরিলে অমর হবে
বলে গেছে জ্ঞানীজনা
যে পিরিতে নাই মরণ
সে পিরিত কইরো জীবন
ধন্য ধন্য হইবা মনা  
প্রেম পিরিতি যে বুঝে না
তার সাথে পিরিত কইরো না
পিরিত মানে হইলো বন্ধু
জানা শোনা