আঁধার রাতে
জানালা দিয়ে
দেখি যখন চাঁদ
চাঁদ বলে
আমায় ডেকে
তোমার চোখে
দুঃখ দেখি
আমি মুচকি হেসে
বললাম তাকে
কি বলো চাঁদ
আমার মতো
এতো সুখী
পাবে নাকি
ঘুরে এই রাত
চাঁদের চোখে
আলো ছিলো
আমার বুকে
এমন কি হলো
আঁধার রাতে
চাঁদ ডাকে
কার বুকে
তারা ঝরে
গভীর এখন রাত