বালিকা তুমি মিষ্টি কথায়
দিও না তোমার মন,
যাকে দিচ্ছো মন
সে কি মানুষ নাকি আবর্জনা
কাঁদবে কিন্তু তখন!
আমি রোজ সকালে দেখি
ব্যস্ত শহরে পথে হেঁটে
কতশত মুখ,
এ যেনো মুখ নয়
এক একটা জীবিত লাশ
কাঁদছে জীবন!
ভালোবাসায় ঠকে গিয়ে
কেউ প্রিয় মানুষ হারিয়ে,
বেঁচে আছে তবু হাসছে
হাসিই যেনো কান্নার রং!
কত নারী স্বামীর বাড়ি
ছেড়েছে, হয়েছে আড়ি
সুখ নাই, সুখ প্রয়োজন।
বালিকা তুমি মিষ্টি কথায়
দিও না তোমার মন,
সে কি মানুষ নাকি আবর্জনা
কাঁদবে কিন্তু তখন!