এই কুয়াশার শহরে
দেখেছিলাম একবার তাকে
এই ব্যস্ত শহরে
দেখেছিলাম একবার তাকে
সে পাখিদের মতো
উড়ে উড়ে চলে গেলো
সে পাখিদের মতো
উড়ে উড়ে হারিয়ে গেলো।
এই কুয়াশার শহরে
দেখেছিলাম একবার তাকে
এই ব্যস্ত শহরে
দেখেছিলাম একবার তাকে
সে ফুলের মতো
মুচকি হেসে ছিলো
সে গোলাপের মতো
ভালোবাসা ছড়িয়ে গেলো।
আজও এই কুয়াশার সকালে
আসি আমি শাহবাগের পথে
আজও এই ব্যস্ত শহরে
আসি আমি বইয়ের দোকানে
খুঁজি সে ছবিটাকে
যদি দেখা পাই তাকে
নয়নে নয়ন রেখে
দেখেছিলাম একবার যাকে।