চলো বাজান অন্যকোনো দেশে যাই
যে দেশে মানুষের মনুষ্যত্ব মরে নাই।
এই দেশে এখন আর মানবতা নাই
মনুষ্যত্ব হত্যা করে কাচ্চি খায়।
মানবতা হয় ধর্ষণ মানবতার কর্মীদের হাতে
আমরা মানুষ হিংস্র হয়ে যাচ্ছি ডুবে আঁধারে।
এইযে দেখো বাজান এই দেশে
নির্বাচন হলেই মানুষ মরে,
এইযে দেখো বাজান এই দেশে
সড়ক পথে মানুষ মরে,
এইযে দেখো বাজান এই দেশে
বিচারক ঘুমের ঘরে।
সবাই এখন কবি, লেখক, শিল্প, এমপি, মন্ত্রী
জ্ঞানী-গুণী ও সাংবাদিক,
তাই আর আমি বুঝিনা দুর্নীতি কারা করি,
সবাই এখন নীতিমান আদর্শবান মানুষ
তাই আর আমি বুঝিনা আমি মানুষ কিনা,
বাজান আমিই হয়তো অমানুষ!
চলো বাজান সে দেশে
যে দেশে মানুষ এবং মানুষ এক হয়ে বাঁচে।