বিনা দোষে দোষী হইলাম রে
দোষ করে যেজন
আনন্দে হাসে সেজন
নির্দোষেরে দোষী কইরা
সাজা দাও ইচ্ছা মতন
বিনা দোষে দোষী হইলাম রে।
যে করে তোমায় পাওয়ার বাসনা
কাঁদাও তারে ইচ্ছা মতন
বিনা দোষে দোষী হইলাম
আমি মাটির অধম
বিনা দোষে দোষী হইলাম রে।
তারপরেও চাইলো যে তোমায়
তারে রাখলা দূরে
হৃদয় পুড়াইয়া কয়লা করলা
বিনা দোষ দোষী হইলাম রে
দোষ করে যেজন
আনন্দে হাসে সেজন।