যে চোখ তোমাকে ছাড়া অন্য কাউকে দেখতে চায়,
সে চোখ তুমি অন্ধ করে দাও।
যে ভাবনা তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে চায়,
সে ভাবনা শক্তি তুমি বিলুপ্ত করে দাও।
যে শ্রবণশক্তি তোমার শান না শুনে অন্যের কথা শুনে,
সে শ্রবণশক্তি তুমি বিনাশ করে দাও।
যে হাত তোমাকে ছাড়া অন্য কাউকে ধরতে চায়,
যে মাথা তোমাকে ছাড়া অন্যের কাছে নত হতে চায়,
যে পা তোমার পথ ছাড়া অন্য কোনো পথে হাঁটতে চায়,
তুমি তা শেষ করে দাও।
তুমি ধ্বংস করে দাও সে হৃদয়,
হৃদয় থাকতেও যে হৃদয়ে তুমি নেই।
আমার থেকে তোমাকে আলাদা করতে গিয়ে দেখলাম
তুমি ছাড়া আমি মৃতলাশ,
অথচ নির্বোধেরা আয়োজন করে থাকে এসকল নিজের!
দেখো নিজের বলতে আমার কিছুই নেই,
আমি যে প্রাণ নিয়ে গৌরব করি তা-ও তোমারই দান।
আমাকে তুমি ফুলের মতো ফোটাও,
ধূলির মতো উড়াও, মেঘের মতো ঝরাও,
বৃক্ষের মতো পুড়াও—
এবং জোছনার আলোর মতো আলোকিত করো,
আমি ফিরে যেতে চাই তোমার কাছে,
তোমাতে মিশতে এসেছি এই ধরণীর বুকে।