প্রেমের বাজারে গিয়ে এই প্রেম
করে দেব বিক্রি,
নাই যে প্রেমে মহব্বত
নাই যে এই প্রেমে এশক আর সাহস,
যে প্রেমে নাই বিরহ বেদনা হায়
সে প্রেম করে দেব বিক্রি।
আমি বিরহ চেয়েছি
বেদনা চেয়েছি
চেয়েছি প্রেম,
নাই যে সে প্রেমে মহব্বত
প্রেমিকের চাইতে প্রতারকের মূল্য বেশি দেয় এই জগত!
প্রেমের বাজারে গিয়ে এই প্রেম
করে দেব বিক্রি।