আমি পথে পথে হেঁটে
দেখেছি চোখে
পোশাকের ঢঙ
ও রঙ, পোশাকের ঢঙ
হেঁটেছি দেখেছি পথে
কতজনে রাখে চোখ অন্যের চোখে
আবার কেউ রাখে হাত কারো হাতে
হেঁটেছি দেখেছি জগতে
খোঁপায় দেয় ফুল
ভালোবাসা নাকি ভুল
বুঝিনা বুঝিনা ধরাতে
আমি আরও দেখেছি
কতকিছু শিখেছি
তবু অবুঝ হয়ে রয়েছি
হেঁটেছি দেখেছি জগতে
কতজনে শুয়ে আছে ফুটপাতে
আবার কেউ জীবন বাঁচাতে
খাটে দিন রাতে
কেউ নিয়েছে সালাম
বানিয়েছে গোলাম
কেউ দিয়েছে কেউ দেয়নি দাম
দুদিনের ধরাতে
আমি হেঁটেছি দেখেছি জগতে
সবকিছুর মুলে তুমি যে
তাই প্রার্থনা তোমারি চরণে
ভালো রাখো সবাইকে
দিয়ে তোমার জ্ঞান
বাঁচাও প্রাণ
তুমি যে মহান জগতে
দেখেছি চোখে