আমার গ্রাম নেই
ঘর নেই,
আমি গ্রাম ছাড়া
ঘর ছাড়া।
আমার নেই আপন
বন্ধু বান্ধব স্বজন,
আমি পিতৃহীন
মাতৃহীন এক সন্তান।
পৃথিবীর আলো দেখার আগে
হারিয়েছি পিতা,
বুঝ বোঝার আগে
হারিয়েছি মাতা,
আমি পথের মানুষ।
আমার নেই মানুষ
নেই দেখার কেউ,
আমি নদীর ঢেউ,
আমি দুঃখ
আমি বেদনা।
আমি আমার ছাড়া
আমার আপন কেউ না।