লাল শাড়ি গায়ে তার
খোঁপায় সাদা ফুল,
চোখ কাজল কালো
কানে সোনার দুল।
পিছন হতে ইশ্বরি
আড়ি আড়ি চায়,
চোখ আমার পুড়ে গেছে
ভিতর করে হায়।
যে গড়েছে এমন সুন্দর ইশ্বরিকে
সে কত ভালোবাসে না জানি তাকে
জানি তার ভালোবাসা পাবার যোগ্য নই,
তার জন্য লিখি
পরের জন্মে যেনো তারই হই
তাকেই ভালোবাসি
পরের জন্মে যেনো তারই হই।