মাঝে মাঝে মন হঠাৎ করে
তোমার কথা ভাবতে ভাবতে কাঁদতে থাকে,
অঝোর নয়নে চোখের জল ফেলে।
কী তার কারণ, জানা হয় না!
নীরবে চোখের জল ফেলতে থাকে।
এই জলও যখন শুকিয়ে যায়
তখন আর কাঁদতে পারি না,
বেদনাগুলো চিনচিন করে
বুকের ভেতর ব্যথা দেয়।
জানিনা কী তার কারণ!
ভিজে যায় বালিশ, শুয়ে থাকা বিছানা।
আচ্ছা বলে দিতে পারবে কী- কেউ
এই বেদনার কারণ?
আমার মনে হয়
কেউ বলতে পারবে না,
কারণ সবাই তো কাঁদছে।
ও তুমিও কী এই কথাগুলোই পড়ছিলে?
পড়ে কী হবে!
পারবে কী ঘুচে দিতে এই বেদনা?
আমার মনে হয় তুমিও আজ পারবে না,
কারণ এই ব্যথার কারণ আজ তুমি নিজেই।