নিরাকার আল্লা মাটির দেবতা ইশ্বর আমি বিশ্বাস করি না।
নরক স্বর্গ দোজখ বেহেস্ত নিয়ে মগ্ন তোমরা।
তুই বেহেস্তে যাবি তুই দোজখে যাবি তুই নরকবাসী তুই স্বর্গবাসী,
হা হা, কে কোথায় যাবে! আমি মানুষ ছাড়া কিচ্ছু বুঝি না।
তোমাদের ধর্ম আমি মানি না।
তোমরা নাস্তিক কাফের ভণ্ড যা ইচ্ছে বলো, আমি এক খোদাতে বিশ্বাসী।
আপনায় যিনি বিরাজমান, আমি তাহারি করি সন্ধান।
যে ধর্মে নাই মানব প্রেম, আমি সে ধর্ম মানি না।
বিশ্বাস করি না তোমাদের ধর্ম।
আদমসুরাতে যিনি বিরাজমান খেলছে বিশ্ব লয়ে,
আমি তাহার ধ্যান করি
তাহাতে সঁপে দিয়েছি জ্ঞান ধ্যান মোর প্রাণ।
আমি নামাজ আদায় করি দিল-কাবা ঘরে বসে, মসজিদ ঘরে নয়।
যে ঘরে আমার প্রভু থাকেন, সে ঘরেই সেজদায় মগ্ন থাকি।
আমি মাটির মূর্তিতে পূজা দেই না, মানুষ মূর্তিতে ভক্তি করি।
মন্দির মসজিদ গির্জায় ইশ্বর খুঁজি না, আমি মানুষের মাঝে ইশ্বর দেখি।
মোল্লাবাদী উগ্রবাদী যুগে যুগে খেয়েছে ধর্ম, মানুষকে করেছে ঘৃণা।
আমি মানি না তোমাদের ধর্ম মানি না, যে ধর্মে নাই মানব প্রেম।
আমি এক খোদাতে বিশ্বাসী, তাহারি সন্ধান করি আপনায়।
নিরাকার আল্লা মাটির দেবতা ইশ্বর আমি বিশ্বাস করি না।