সবার গল্প শুনলাম,
কেউ আমার গল্প শুনলো না।
ধীরে ধীরে মরে যাচ্ছি।
আমি একা, ঘর নেই
কেউ নেই,
শুধু স্মৃতিতে যন্ত্রণা।
হ্যাঁ,
ধীরে ধীরে মরে গেছি।
মৃত মানুষের মতো বেঁচে আছি।
মৃত মানুষের প্রতি—
দরদ নেই কারোর।
আমি চিরসত্য,
একাই আমি আমার একান্ত!
অসহায়ের প্রতি মানুষের—
দরদ নাই ক্যান?
মানুষ এতো ভয়ংকর ক্যান?
সবার গল্প শুনলাম,
কেউ আমার গল্প শুনলো না।
ধীরে ধীরে মরে যাচ্ছি।
মৃত মানুষের মতো বেঁচে আছি।