যারে আমি চাইছি ভবে
সে আমারে পর ভাবে
পর আমারে করতে চায় আপন
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
প্রয়োজনে সবাই হয় প্রিয়জন
বুঝলাম না মন কান্দে কি কারণ
বোন বলে ওগো দাদা
তুমি হচ্ছো ঘরের শাহজাদা
ভাই আমার তাই করে শ্রদ্ধা
পিতা মাতার মায়া বড়
আমার গায়ে লাগাইলো
বুঝলাম না মন কান্দে কি কারণ
স্ত্রী বলে প্রাণের স্বামী
ছেলে মেয়ে বলে তুমিই দামী
আসলে টাকার গন্ধে
সবাই থাকে ভালো মন্দে
বুঝলো না এই অধম
নিজেরে ভাবে শাহজাদা
খায় অধম আদা
আদার দাম বাড়াইছে কোন দাদা
বুঝলাম না মন কান্দে কি কারণ
প্রতি বছরে বছরে
চাল ডাল তেলের দাম ঠিকই বাড়ে
কৃষক তার ন্যায্য দাম পায় কি হাটে
টাকার দাম ঠিকই থাকে
মানুষ কান্দে ঘাটে মাঠে
কান্দে অধমের মন
বুঝলো না কেউ তার কি প্রয়োজন
প্রেমিকার নয় ছয় কথা
প্রেমিক পাইয়া ব্যথা
হইয়াছে দেবদাস
বেড়াল এখন খায় ঘাস
না পাইয়া মাছ
মাছ খায় এখন
লেজ ছাড়া কুকুর যারা
বুঝলাম না মন কান্দে কি কারণ
বিয়াল্লিশ লাইন লিখতে ভাই
আর চার লাইন বাকি হায়
দুই লাইন লিখছি তাই
শেষ দুই লাইনে বলে যাই
আপনি স্বার্থ ছাড়া কেউ নাই
সবাই সাধু ধূলির ধরায়