ইটের বাটায় পুড়াইয়া
মাটি যেমনে করে খাঁটি
আমায় তেমনি দয়াল পুড়াইলে
কী হইতো তোর ক্ষতি?
মরার আগে আমায়
একবার মরতে যদি দিতি,
নাহি ভয় মরার সময়
তুই যদি হইতি আমার সাথী।
কর্মদোষে হইলাম আমি
এই জগতে দোষী,
ওরে ও-জগতবাসী
আমি বড়োই অপরাধী,
তবু তোদের ভালোবাসি।
ওরে ও-জগতবাসী
যেদিন আমার আসবে ডাক
যেতে পরপারে
দয়ালেরই মুখের বাণী
শুনাইস মোর কানে,
চাওয়ার আর কিছুই নাই
তোদের কাছে, আমি অপরাধী
ক্ষমা করিস মোরে,
যাচ্ছি আজ আমি পরপারে।