এই যে গোলাপ ফোটে
এই যে চাঁদ উঠে
এই যে রাত শেষে প্রভাত হয়,
অথচ জীবন আমার ভাঙ্গা কাচের মতন
ভাঙ্গা কাচের মত জীবন!
নেই রং নেই ঢং নেই হাসি
নেই ভালোবাসা বাসি।
ভেঙ্গে চলে অবিরত জীবন
এই যে যেমন ভেঙ্গে যায় নদীর কূল,
স্বপ্ন দেখে অথচ জীবনে নেই পরিপূর্ণতা
জীবন বাস্তবতার কাছে নিঃস্ব!
যে পাখির ঘর নেই
সেও হয়ত একদিন ঘর বাঁধে
যার কেউ নেই
সেও হয়ত কাউকে পায়,
অথচ আমার জীবন শুধু ভাঙ্গে
ভাঙ্গা কাচের মতন!
জীবনের সাথে জীবনকে মিলাতে গিয়ে
আজ আমি ক্লান্ত
আজ আমি ব্যথিত
ব্যথিত আমার সোনালী জীবন।