এইযে সাতশো কোটি মানুষ
এরা আসার আগেও পৃথিবীতে মানুষ এসেছে,
মনে করো তারা যে দলে
আমিও সে দলে আছি।
হ্যাঁ, পৃথিবী কারো জন্য থেমে নেই
কেউ কাউকে ছাড়া থেমে নেই,
রাত শেষে দিন হচ্ছে দিন শেষে রাত
আবার চাঁদের আলো ঢেকে গিয়ে প্রভাত।
তুমি আমাকে যে আঘাত দিয়েছো
আমি সে আঘাত বুকে নিয়ে
প্রতিদিনের মতোই পথ চলছি হেসে,
তোমার দেয়া আঘাত
আমার চলার পথের সঙ্গী।
তুমি যদি ভালো থাকতে পারো
আমিও তবে ভালো আছি,
তোমার ভালো থাকা জুড়ে।
আমি প্রতিদিন নক্ষত্রের মতো ঝরে পড়ি
আবার সূর্যের মতোই তাপ গড়ি,
আমি হয়ে উঠি মাটির মতো নরম
আবার হয়ে উঠি আগুনের মতোই কঠিন গরম।