মানুষের জীবন
কত কষ্ট হায় মন,
যে যেই পরিবেশে হয়েছে বড়
সে তেমন,
যে ধুলোবালিতে হয়েছে বড়
ধুলোবালিই তার আপন,
যে গাড়ি বাড়ি আর এসির বাতাসে হয়েছে বড়
তার সেগুলোই প্রয়োজন।
কেউ দুনিয়ার আলো দেখে অবাক
কেউ রাতের দুনিয়ায় থাকে সজাগ,
মানুষ কিসের জন্য
কিসের লাগি
এতো কিছুর সংঘাতে
মানুষ কয়দিন আর বাঁচে?
জীবন যেখানে অনিশ্চিত
সেখানে এতো সংঘাত কেনো?
আমরা তো চাইলেই থাকতে পারি
আমরা তো চাইলেই বাঁচতে পারি
যে কয়দিনই বাঁচি
বেঁচে থাকি সবাই মিলেমিশে।